1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাঘায় অপহরণ মামলার ২ আসামীসহ গ্রেফতার ৭ - খবর ২৪ ঘণ্টা
বধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন

বাঘায় অপহরণ মামলার ২ আসামীসহ গ্রেফতার ৭

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মারচ, ২০২০

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় অপহরণ মামলার ২ আসামীসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) বিশেষ অভিযান চালিয়ে পৃথক ভাবে তাদের গ্রেফতার করা হয়েছে। জানা যায়, ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর উপজেলার সুলতানপুর গ্রামের বাদশা আলমের দুই ছেলে আব্দুর রহিম ও রুবেল হোসেন রাজশাহী শহর থেকে দুই লক্ষ টাকা দিয়ে একটি নতুন এইচ পাওয়ার ১৬৫ সিসি মোটরসাইকেল কিনে বিকেলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে তারা কলিগ্রামের সড়কঘাট এলাকায় পৌঁছলে নারায়নপুর গ্রামের মৃত হযরক আলীর ছেলে হাসিবুল ইসলাম ও বাজুবাঘা গ্রামের গোলাম মোস্তফার ছেলে সাজেদুল হকসহ ৪/৫ জন পথরোধ করে র‌্যাব পরিচয় দিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় বাঘা থানায় বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নিজ নিজ বাড়ি থেকে হাসিবুল ইসলাম ও সাজেদুল হককে গ্রেফতার করে। অপর দিকে বুধবার বিকেল ৪টার দিকে বাঘা মজিব চত্বর এলাকা থেকে ৩ কেজি গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল, ও ১ গ্রাম হোরোইনসহ পৃথকভাবে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বাঘা আলাইপুর গ্রামের সাজদার মন্ডলের ছেলে জুয়েল রান, কুষ্টিয়ার দৌলতপুর গ্রামের বাবর মন্ডলের ছেলে হাবিল মন্ডল, মৃত হায়দার আলীর স্ত্রী সাহিদা বেগম, বাঘা উপজেলার মনিগ্রাম দক্ষিন পাড়া গ্রামের আবুল সরকারের ছেলে আবুল কালম, পুঠিয়া উপজেলার জিউপাড়া এলাকার মোজাহার হোসেনের ছেলে মখলেছুর রহমান। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST