বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় অগ্নিকান্ডে বাড়ির ৫টি ঘর ভস্মিভূত হয়ে নগদ ৫০ হাজার টাকা, সাত ভরি স্বর্ণ, ফ্রিজ,টিভি ও আসবাবপত্র সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। রোববার (০২-১২-১৮) দুপুরে বিদুৎতের শর্ট সার্কিট থেকে উপজেলার খায়েরহাট গ্রামের আবদুর রাজ্জাক রাজুর বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের টিম ওই বাড়ির আগুন নিভাতে সক্ষম হওয়ায় পাশের বাড়িগুলো রক্ষা পেয়েছে। ঠাঁই হারিয়েছে ওই বাড়ির ১২জন সদস্য।
পাশের বাড়ির মাজদার রহমান জানান, বিদুৎতের মিটারের সাথে পাটকাঠির পালা ছিল। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে পাটকাঠিতে আগুন ধরে নিমিষেই ছড়িয়ে পড়ে।
গড়গড়ি ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম জানান,বিষয়টি লালপুর ও চারঘাট ফায়ার সার্ভিসকে জানানোর পর তারা এসে আগুন নিয়ন্ত্রন করে। এর আগেই আব্দুর রাজ্জাকের বাড়ির সমস্তকিছু পুড়ে যায।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরির্দশ করেছি। তাৎক্ষনিক শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়েছে। এছাড়াও ক্ষতির বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছেন
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।