বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: ”ধর্ম যারযার রাষ্ট্র সবার” এই শ্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পৌর কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার বিকেলে মালঞ্চি বাজার শ্রী শ্রী কালিমাতা মন্দিরে এ কমিটি গঠন সম্পন্ন করা হয়।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুভাশিষ গারদিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর বাগাতিপাড়া শাখার সভাপতি দীপক কুমার কন্ডু (বাবলু)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর সাধারন সম্পাদক আনন্দ কুমার দাস, আইন বিষয়ক সম্পাদক
লক্ষন প্রসাদ সরকার, ১নং পাঁকা ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি বিরেশ্বর রায়, মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বিশ্বনাথ মহন্ত প্রমূখ। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড ও মহল্লার গন্যমান্য ব্যাক্তি বর্গ। এসময় শিবচরন মোরকে সভাপতি এবং লিপটন রায়কে সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ঠ একটি পৃর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
খবর২৪ঘণ্টা,কম/জন