বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় সাবেক এমপি পুত্র আলমগীর হোসেন মিল্টন (৪০) সহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ। মিল্টন উপজেলার চিথলিয়া গ্রামের সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান মৃত নওশের আলী বাদশার ছেলে। গত বুধবার রাতে তাদের আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে রাত সাড়ে নয়টার দিকে চিথলিয়া গ্রামের এনাত আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। সে সময় উপজেলার চিথলিয়া গ্রামের সাবেক এমপি পুত্র আলমগীর হোসেন মিল্টন, একই গ্রামের এনাত আলী (৫১) এবং মসিদুল ইসলাম (৩৫) কে আটক করে পুলিশ। তাদের দেহ তল্লাশি করে মিল্টনের কাছ থেকে ১৫ পিস ইয়াবা এবং অন্যদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে আরেক অভিযানে খাঁটখইর গ্রামের মৃত রেবতি মোহন সরকারের ছেলে রমেন্দ্রনাথ সরকার (৫৪) ও রহিমানপুর টিকরপাড়া গ্রামের নিরাজ উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৪২) কে মাদক সেবনের দায়ে আটক করে পুলিশ।
এব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাাহ আল মামুন বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের নাটোর জেল হাজতে প্রেরন করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/জেএন