বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি বসত ঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রনে আনে। রোববার রাত সাতটার দিকে স্যানালপাড়া গ্রামের মৃত একেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক এর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গৃহকর্তা আব্দুর রাজ্জাক জানান, রোববার রাত ৭ টার দিকে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহূর্তে তা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলার দয়ারামপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্তু ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের।
এব্যাপারে ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার আঃ রাজ্জাক জানান, আগুনে ছয়টি আধাপাকা ঘর, তিনটি রান্না ঘর, দুটি গোয়াল ঘর, ঘরে থাকা পাট, ধান-চাল, কাপড়-চোপড়, জিনিসপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
খবর২৪ঘণ্টা, জেএন