বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন বানু।এসময় উপস্থিত ছিলেন রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মামুনুর রশিদ।
ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলার তমালতলা বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে নিশিদ্ধ পলিথিন রাখার দায়ে পরিবেশ সংরক্ষন আইনে কুন্ডু স্টোরের মালিক পরিমল কুমার কুন্ডু, সিদ্দিক স্টোরের মালিক ছাইফুল ইসলাম, লক্ষি ভান্ডারের মালিক মহানন্দ পালকে এক হাজার করে ৩ হাজার টাকা ও অনন্ত স্টোরের মালিক প্রেমানন্দ পালকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদ উত্তির্ন ঔষধ রাখার দায়ে আদর্শ ফার্মেসির মালিক নুরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন বানু বলেন এমন আভিযান অব্যাহত থাকবে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।