বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদি থেকে উজ্জল দাস (৩৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উজ্জল রাজশাহী বাঘমারা উপজেলার হিন্দুপাড়া গ্রামের ধীরেন দাসের ছেলে। বৃহস্পতিবার সকালে নদি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাগাতিপাড়া মডেল থানার এসআই খাইরুল ইসলাম জানান, স্থানীয়রা বৃহস্পতিবার সকালে পাঁকা বাজারের পাশে বড়াল নদিতে উজ্জল দাস এর মৃতদেহ দেখে পায়।পরে পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পুলিশ আরও জানায় গত বুধবার রাত ৯ টার দিকে সে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। উজ্জল উপজেলার পাঁকা পালপাড়া গ্রামের রতন এর মেয়েকে বিয়ে করে প্রায় ১৪ বছর ধরে বাগাতিপাড়ায় ঘর জামাই ছিলেন।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত স্বপন কুমার চৌধরী বলেন মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। অতিরিক্ত মাদক সেবনের কারনে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই