বাগাতিপাড়া প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়া শহীদ মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্মৃতি বাক শ্রবণ ও অটিষ্ট্রিক বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ে শিশুদের মাঝে শিতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুর্যোগ ও ত্রান মন্ত্রানরয়ের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এ কম্বল বিতরন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার নাসরি বানু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬০ জন শিশুদের হাতে এ কম্বল তুরে দেন।
এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রেজাউল করিম, জাইকা প্রতিনিধি জাকিয়া সুলতানা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাগাতিপাড়া শাখার সভাপতি মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রতিনিধি কার্য সকারী আব্দুল আহাদ প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/রখ