বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় গাড়ি বহর নিয়ে বিশেষ মহড়া দিয়েছে থানা পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার প্রধান সড়কসহ বিভিন্ন গুরুত্বপুর্ন সড়কে এ মহড়া দেয়। তবে কি কারনে হঠাৎ পুলিশের এমন মহড়া তা জানা যায়নি। তবে আগামী ৮ ফেব্রুয়ারী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে যে কোন ধরনের নাশকতা এড়াতে পুলিশের পুর্ব প্রস্তুতির এ মহড়া হতে পারে বলে সাধারন মানুষ ধারনা করছেন।
জানা গেছে, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের বহর থানা চত্ত্বর থেকে বিকাল ৫টার দিকে মহড়া শুরু করে। এরপর উপজেলার বিহারকোল মোড়, মালঞ্চি বাজার, দয়ারামপুর বাজার, তমালতলা, জামনগর, পাঁকাসহ সব গুরুত্বপুর্ন বাজার ও সড়ক পরিভ্রমন করেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি বলেন, আগামী ৮ ফেব্রুয়ারী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় ঘোষনার তারিখ রয়েছে। এদিন কোন ধরনের নাশকতা সৃষ্টি হতে না পারে পুলিশ সে ব্যাপারে পুর্ব প্রস্তুতির অংশ হিসেবে এ মহড়া দিয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে এমন মহড়ায় সাধারন মানুষের অনেকে স্বস্তি প্রকাশ করেন।
এব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, পুরো মহড়া আইন শৃংখলার একটি অংশ। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ মহড়া দেওয়া হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ