নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর পরে পৃথক ভাবে পানিতে ডুবে এই শিশু দুটির মৃত্যু হয়।
মৃত জুনায়েদ(২) উপজেলার পাকা ইউনিয়নের রামপাড়া গ্রামের আনারুলের ছেলে এবং ফাহি ইসলাম(৮) ফাগুয়ারদিয়ার ইউনিয়নের সাইল কোনা গ্রামের আশরাফুলের ছেলে।উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
পাকা ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শিশু জুনাইদ বাড়ির পাশে খেলছিল। এক পর্যায়ে সকলের অগোচরে শিশুটি পাশের পুকুরের
পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর শিশুটির মৃতদেহ উদ্ধার করে।
অপরদিকে ফাগুয়াড়দিয়ার ইউনিয়ন চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল আড়াইটার দিকে বন্ধুদের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় ৮ বছরের শিশু ফাহিম ইসলাম। গোসলের এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন প্রায় একঘন্টা খোঁজাখুঁজির পর তার মৃতদেহ উদ্ধার করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল বিষয়টি নিশ্চিত কওে বলেন, ঘটনাস্থলে রোক পাঠানো হয়েছে।
আর/এস