বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ফাঁগুয়াড়দিয়াড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি টিপু সুলতান (২০) চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি পরিবারের লোকজন। অবশেষে এব্যাপারে বৃহস্পতিবার রাতে বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন তার বাবা শাহজাহান আলী। তার বাড়ি উপজেলার শাইলকোনা গ্রামে।
থানা ও পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে নিজ বাড়ি থেকে নিকটস্থ সাইল কোনা বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয় টিপু সুলতান। এরপর আর বাড়ি ফিরে আসেনি। ওই দিন দুপুর বারটার দিকে টিপু সুলতানের মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে ব্যবহৃত দুটি নম্বরে বন্ধ পান তার বাবা। এরপর থেকে নম্বর দুটি বন্ধ রয়েছে। নিকটস্থ আত্মিয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও সন্ধান না পেয়ে বৃহস্পতিবার রাতে টিপু সূলতানের বাবা সাধারন ডায়েরী করেছেন। জিডি নং-১০৮২।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সাধারন ডায়েরীর বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ