বাগাতিপাড়া প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর হস্তক্ষেপে টুম্পা খাতুন (১৫) নামের এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে। সোমবার রাতে উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের কাকফো গ্রামে এ ঘটনা ঘটে। সে উপজেলার জিগরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
ইউএনও অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কাকফো গ্রামের ডাবলু আলীর মেয়ে টুম্পা খাতুনের বিয়ে নাটোর সদর উপজেলার মাটিয়াপাড়ার আফছার আলীর ছেলে মিঠুন আলীর সাথে ঠিক করেন পরিবারের লোকজন। সোমবার রাতে এ বিয়ের দিন ধার্য ছিল। সে মোতাবেক বিয়ের সব আয়োজন সম্পন্ন করা হয়। এমনকি বর ও বরযাত্রীরাও বিয়ে বাড়িতে হাজির হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু এ খবর জানতে পেরে গ্রাম পুলিশ দফাদার মুক্তার হোসেন ও মুস্তাফিজুর রহমানকে বিয়ে বাড়িতে পাঠান। তারা সেখানে গিয়ে বর ও কনের পরিবারের লোকজনকে বিয়ের কুফল সম্পর্কে অবহিত করেন এবং কনের বয়স কম হওয়ায় বিয়ে বন্ধ করে দেন। পরে বিয়ে না করেই বর ও বরযাত্রীরা কনের বাড়ি থেকে ফিরে যায়।
খবর২৪ঘণ্টা.কম/নজ