বাগমারা প্রতিনিধি:
“শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এই ¯েøাগানকে সামনে রেখে বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এর প্রচেষ্টায় উপজেলার যোগীপাড়া ইউনিয়নের নিচু কাতিলা গ্রামে ১৭০ বাড়িতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার বিকেলে নিচু কািিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। অনুষ্ঠানে উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য রনজিৎ কুমার শাহ এর সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম সোহাগের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশিষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা
আ’লীগের সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির বাগমারা জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক রেজাউল করিম, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য কাউন্সিলর হাচেন আলী, মাসুদ আলম টনি, ইউনিয়ন আ’লীগ নেতা নজরুল ইসলাম প্রমুখ। এ সময় আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগমারা জোনাল অফিস সূত্রে জানাগেছে নিচু কাতিলা গ্রামে ৩ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করতে ব্যয় হয়েছে ৫৪ লাখ টাকা।
আর/এস