বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বুধবার মৎস্য অধিদপ্তরাধীন ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়। উপজেলা মৎস্য দপ্তর বাগমারার আয়োজনে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, লীফ এনএটিপির সাইদুর রহমান, বজলুর রশিদ, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন, সাইফুল ইসলাম, সামিস আল মামুন, মামুনুর রশিদ, আব্দুল হামিদ, মৎস্য স¤প্রসারণ কর্মকর্তা মাহামুদুর রহমান, ক্ষেত্র সহকারী আব্দুল গাফ্ফার, কমল কুমার প্রমুখ। এই প্রসঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন জানান ২৪টি সমিতির মধ্যে ৩৫ কেজি মাছের পোনা, ১৫০ কেজি খাবার প্রতিটি সিজাইজি সমিতিকে প্রদান করা হয়েছে। বর্তমান সরকারের চলমান মৎস্য উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় বাগমারায় মৎস্যচাষী ও সিআইজি সমবায় সমিতিদের মাঝে সরকারের প্রদত্ত বিভিন্ন প্রকার প্রনোদনা কার্যক্রম চলমান রয়েছে।
খবর২৪ঘন্টা/নই