বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় আবারও সংগঠিত হচ্ছে পূর্ব বাংলা কমিউনিস্ট পাটি ( লাল পতাকা) সর্বহারা সংগঠন। সর্বহারা পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছে মোটা অংকের চাঁদা দাবি। এই নিয়ে জনমনে দেখাদিয়েছে ব্যাপক আতঙ্ক। খোঁজ নিয়ে জানা যায়, রক্তাক্ত জনপদ হিসেবে খ্যাত রাজশাহীর বাগমারায় দীর্ঘদিন পর আবারও সংগঠিত হচ্ছে সর্বহারা খুনিরা। তাঁরা এলাকায় ফিরে এসে পূনরায় সর্বহারা সংগঠন সক্রিয় করে চলেছে বলে সূত্রে জানা যায়। বেশ কিছু দিন ধরে গোপনে গোপনে রাতের আঁধারে নির্জন স্থানে মিটিং করে সংগঠনিক ভাবে সংগঠিত হচ্ছে। তাহেরপুর পৌর সভা, গোয়ালকান্দি, হামিরকুৎসা, যোগিপাড়া, ঝিকড়া ও মড়িয়া ইউ.পির পুরাতন সদস্যদের সাথে মিটিং করে তাদের কে পুনরায় মাঠে নামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এক সময় বাগমারায় সর্বহারা খুনিদের ভয়ে সাধারণ জনগণ মুখ খুলতে সহস পেতে না সর্বহারা খুনিদের হাতে বাগমারায় প্রায় ২৫-৩০ জন প্রতিনিধি প্রকাশ্যে দিবালোকে সর্বহারা খুনিদের হতে খুন হয়েছেন। এদের মধ্যে উল্লেখ যোগ্যরা হলেন তাহেরপুর পৌরসভার প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা আলো খন্দকার, বিএনপি নেতা আঃ ওয়াহেদ মন্ডল, আঃ হামিদ মরু, জাপা নেতা দুলু সরকার, ইউপি চেয়ারম্যান আমজাদ সরদার, জাহাঙ্গীর আলম, গোলাম রাব্বানী, ইউপি সদস্য আবুল হোসেন, মোহাম্মদ খামারুর দুই ছেলে মমতাজ খামারু, গোলাম মোস্তফা খামারু, বিশিষ্ট ব্যবসীয় মনাঙ্কা, বিচ্ছু, তাহেরপুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য আনোয়ার হোসেনসহ অনেকেই। র্যাব মাঠে নামের পর র্যাব ও পুলিশের এনকাউন্টারে বেশ কয়েকজন সর্বহারা খুনিরা নিহত হওয়ার পর এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে। ঐ সময় অনেক সর্বহারা খুনিরা জেলে যায় অনেকেই প্রাণ ভয়ে আত্মগোপনে চলে যায়। বর্তমানে অনেক সর্বহারা খুনিরা জেল থেকে ছাড়া পেয়ে এলাকায় ফিরে এসে রাজনৈতিক ছত্রছায়ায় পুনরায় সর্বহারা সংগঠনকে সংগঠিত করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সমনে রেখে তারা কোন একজন প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন। সর্বহারা খুনিদের সাথে নিয়ে বিভিন্ন জন সমাবেশে তাদের কে পাশে রাখছেন। এদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছে। আবার অনেকেই প্রকাশ্যেও ঘুরে বেড়ালেও আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করছে না বলে অভিযোগ উঠেছে। র্যাবের তৎপরতা বাগমারায় শীথিল হওয়ার কারণে তারা নিরাপদে এলাকায় সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। চলতি মাসে ৬ জানুয়ারী জনৈক বেশ কয়েক জন ব্যক্তির কাছে ০১৬৩০৬৯৫৭৭৯ এই মোবাইল ফোন নম্বর ব্যবহার করে সর্বহারা পরিচয় দিয়ে মোটা অংকের চাঁদা দাবি করেছেন। চাঁদা দিতে ব্যর্থ হলে বা আইন শৃঙ্খলা বাহিনীকে চাঁদা দাবির বিষয় জানালে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি প্রদান করায় ঐ সকল ব্যক্তিদের মঝে ব্যপক ভীতি ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় বাগমারায় সর্বহারা খুনিরা প্রভাব বিস্তার করে চলেছে তাদের ভয়ে অনেকেই নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন জানিয়েছেন তাদের কাছে মোবাইল ফোনে মোটা অংকের চাঁদা দাবি করেছে। চাঁদা দিতে ব্যর্থ হলে বা আইন শৃঙ্খলা বাহিনীকে জানালে প্রাণনাশের হুমকি দিয়েছে। আমরা এখন পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি।
খবর২৪ঘণ্টা.কম/রখ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।