বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় শিক্ষার গুনগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা ও দেশ প্রেম জাগ্রত করার লক্ষ্যে আজ শনিবার ভবানীগঞ্জ নিউমার্কেট চত্তরে উচ্চ মাধ্যমিক পর্যায়ের উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে এক শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাগমারার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো: আকবর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মিশরের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত শফিকুল রহমান, রাজশাহী শিক্ষা বোর্ডের সিনিয়র সিষ্টেম এনালিষ্ট শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারি কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ, রাজশাহী জেলা আ’লীগের সহ সভাপতি অনিল কুমার সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ প্রমূখ। উক্ত অনুষ্ঠানে বাগামারা থেকে বিসিএস ক্যাডারে কৃতকার্য ৭ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ৫ হাজার শিক্ষার্থী মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে দেশ গড়ার শপথ পাঠ করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ