রাজশাহীর বাগমারায় উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ত্রি-বার্ষিক সম্মেলনের শুরুতে জাতীয় এবং মহিলা লীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা সহ বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠিক উদ্বোধন ঘোষণা করা হয়। আজ শনিবার ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে উপজেলা মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করেন উপজেলা মহিলা আওয়াী লীগ। ত্রি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে কহিনুর বানুকে
সভাপতি এবং জাহানারা বেগমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। দীর্ঘ ৭ বছর পর জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো মহিলা লীগের সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। সম্মেলনে আ’লীগ ও মহিলা আ’লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এস/আর