1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাগমারায় বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০:০৪ অপরাহ্ন

বাগমারায় বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০

বাগমারা প্রতিনিধি: “বিট পুলিশিং বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি”প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বিট পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সেই সাথে পুলিশের সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রতিটি থানাকে ইউনিয়ন ভিত্তিক এক বা একাধিক ইউনিটে ভাগ করে বিট পুলিশিং পরিচালিত হবে।বিট পুলিশিং এর মাধ্যমে সেবাকে সরাসরি থানা থেকে তৃণমূল পর্যন্ত বিস্তৃতিকরণ এর ফলে থানায় মোতায়েনকৃত জনবলের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। প্রান্তিক পর্যায়ে জনসম্পৃক্তির মাধ্যমে এলাকার উত্থিত বা বিরাজমান সমস্যার প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ। এতে করে এলাকার আইন-শৃঙ্খলা ও অপরাধ সংক্রান্ত অগ্রিম গোপন সংবাদ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা বৃদ্ধি পাবে। সমাজ থেকে অপরাধভীতি দূরীকরণপূর্বক জনমনে স্বস্তি ও আস্থা স্থাপন করা। ফলে জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করা সম্ভব হবে। সোমবার বেলা ১১টায় উপজেলার কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান। ইউনিয়ন চেয়ারম্যান আয়েন উদ্দীনের সভাপতিত্বে এবং বাগমারা থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন আ’লীগ ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুল মজিদ, সাংসদের প্রেস সচিব, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয়ের বিট অফিসার এসআই সুজন চন্দ্র সাহা, সহকারী বিট অফিসার এএসআই সাইদুর রহমান, এসআই ফরিদা ইয়াসমিন, এসআই সনজীব বিশ্বাস, ইউপি সদস্য দুলাল উদ্দীন, আমজাদ হোসেন, আবেদ আলী সহ সংরক্ষিত মহিলা সদস্য এবং কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ ও এলাকাবাসী। এর আগে ভবানীগঞ্জ পৌরসভায় বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বাগমারা থানা পুলিশের উদ্যোগে পর্যায়ক্রমে উপজেলা ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় বিট পুলিশিং কার্যালয় প্রতিষ্ঠিত হবে।
বাগমারার বিলসুতি বিলে মাছ ধরতে না পেরে মানবেতর জীবন যাপন জেলে পরিবার
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় বিলসুতি বিলের সাব লিজ গ্রহীতাদের উচ্ছেদ করে জোরপূর্বক বিলটি দখল করে নিয়েছে প্রভাবশালী মুল ইজারাদার অমূল্য কুমার চন্দ্রের লোকজন। বিলটি দখলে নেয়ার পর থেকেই ওই বিলে আর মাছ ধরতে না পারায় বিলসংলগ্ন খালিশপুর,সিন্দুরলং ও তার পার্শবত্তী গ্রামের আড়াই শত পরিবারের জেলে সদস্যরা এখন মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় প্রভাবশালীদের কবল থেকে বিলটি উদ্ধারের জন্য উপজেলা জলমহাল ইজারা কমিটির সভাপতি বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাগমারা উপজেলা (ভুমি) অফিস বরাবর বিলসুতি মৎস্যজীবী সমবায় সমিতির লিজ বন্ধের জন্য আবেদন করেছেন এলাকাবাসির পক্ষে বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী নামের এক ব্যাক্তি। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে বিল মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বড়বিহানালী ইউনিয়নের বিলসুতি বিলটি হাসানপুর বিলসুতি মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষে লিজ নেন সভাপতি অমূল্য কুমার চন্দ্র হলদার।এ সমিতির আওতায় বাগমারার বড়বিহানলী ইউনিয়নের দ্বীপপুর, হাসানপুর,খাঁপুর,বিলবাড়ী,কুলিবাড়ী,সিন্দুর লং,বাগান্না,পাহাড়পুর,হুলিখালী ও নানসরসহ বিলসুতি বিলসংলগ্ন ১৫-১৬টি গ্রামের ৮৪০টি মৎস্যজীবী পরিবারের একজন করে সদস্য রয়েছেন। বাপ-দাদার আমল থেকেই তারা ওই বিলে স্বাধীনভাবে ধান চাষ ও বন্যার পানিতে ভেসে আসা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আসছেন। এদিকে, প্রভাবশালী মুল ইজারাদার অমূল্য কুমার সরকারি ভাবে জেলা জলমহাল কমিটির কাছ থেকে লিজ নিয়ে বিলসংলগ্ন খালিশপুর,সিন্দুরলং ও তার পার্শবত্তী গ্রামের আড়াই শত পরিবারের সদস্যদের নামে নিজের তৈরী করা রশিদ বইয়ের মাধ্যমে টাকার বিনিময়ে সাব ইজারা দেন। এরপর থেকে পৈতিক ও সরকারি খাস যায়গায় স্বাধীনভাবে ধান চাষ ও বন্যার পানিতে ভেসে আসা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন তারা। এছাড়া ওই বিলের মধ্যে তিনটি দীঘি ও কিছু কুয়া রয়েছে। এ সব দীঘি ও কুয়ায় সমিতির অন্তর্ভুক্ত সাব ইজারা মৎস্যজীবীরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু হঠাৎ করে প্রভাবশালী মুল ইজারাদার অমূল্য কুমার চাঁদা দাবি করেন। এবং টাকা না দিলে বিল ও কুয়ায় নামতে দেয়া হবে না বলে হুমকি দেয়া হয়। এসময় মৎস্যজীবীরা চাঁদা দিতে রাজি না হওয়ায় অমূল্য কুমার তাদের সাব লিজ বন্ধ করে দিয়ে বিলটি জবর দখল করে নেয়। এরপর থেকে মৎস্যজীবী ও সমবায় সমিতির লোকজনের মধ্যে চলে দ্বন্দ। এবং চলতি বছরের মে মাসে মৎস্যজীবীরা তাদের জমি ও কুয়াতে মাছ ধরতে গেলে সমবায় সমিতির লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এবং মৎস্যজীবীদেরকে মাছ ধরতে না দেওয়া তারা নিরুপায় হয়ে উপজেলা জলমহাল ইজারা কমিটির সভাপতি বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাগমারা উপজেলা (ভুমি) অফিস বরাবর বিলসুতি মৎস্যজীবী সমবায় সমিতির লিজ বন্ধের জন্য দুইটি আবেদন করেন। এরপর সেখানে দফায় দফায় দেন দরবার করে অবশেষে দুই পক্ষকে কুয়া ও জমির পানি সেচ দিয়ে মাছ ধরে বাজারে বিক্রি করে আধা আধা করে ভাগ বাটোয়ারা করে নেওয়ার জন্য মিমাংসা করে দেন। এবং ওই বিলে স্বাধীনভাবে মাছচাষের জন্য এলাকার মৎস্যজীবীরা চলতি বন্যার পানিতে মাছ ধরার জন্য জাল পেতে রাখলে মুল ইজারাদার অমূল্য কুমার চন্দ্রের লোকজন এসে জাল গুলো তুলে নিয়ে যায়। এবং বিলসুতি বিলের সাব লিজ গ্রহীতাদের উচ্ছেদ করে জোরপূর্বক বিলটি দখল করে নেওয়ায় তারা মাছ ধরতে না পারায় বিলসংলগ্ন গ্রামের আড়াই শত পরিবার ও স্থানীয় জেলেরা এখন মানবেতর জীবনযাপন করছেন। অপরদিকে, সরকারি বিধান অনুযায়ী এসব সরকারি সম্পদ মাছ চাষের জন্য প্রকৃত মৎস্যজীবীদের ইজারা দেয়ার কথা। কিন্তু প্রভাবশালী মুল ইজারাদার অমূল্য কুমার প্রকৃত মৎস্যজীবীদের বাদ দিয়ে তার মনোনিত কয়েকজনকে সাথে নিয়ে ইজারার শর্ত অনুযায়ী সমবায় ও সমাজসেবা দপ্তর থেকে নিবন্ধন নিয়ে এবং জেলা জলমহাল কমিটি কাছ থেকে ইজারা নিয়ে প্রায় সাড়ে ৪ হাজার বিঘার বিলসুতি বিলের খাস জলাশয় কয়েক বছর ধরে ভোগ দখল করে রাজত্ব কায়েম করছেন। এব্যাপারে যোগাযোগ করা হলে মুল ইজারাদার অমূল্য কুমার চন্দ্র বলেন,আমার নামে বিলসুতি বিলের খাস জমি লিজ রয়েছে। তবে খালিশপুর,সিন্দুরলং ও তার পার্শবত্তী গ্রামের লোকজনেরা বিল থেকে চুরি করে মাছ মেরে নিয়ে যাওয়ার কারনে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। সাব লিজ গ্রহীতাদের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কেছু না বলে এড়িয়ে যান। তবে উপজেলা জলমহাল ইজারা কমিটির সভাপতি বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,এ বিষয়ে বিলসুতি মৎস্যজীবীদের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার পর তা সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দিতে উপজেলা মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST