বাগমারা প্রতিনিধি: বাগমারা প্রতিনিধি: গনসংযোগে বাঁধা দেয়ায় রাজশাহীর বাগমারায় আ’লীগ,বিএনপি’র মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। পুলিশের একটি দল ঘটনারস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়েছে। ওই ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
খাঁজ নিয়ে জানা যায়, গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও সাবেক সাংসদ আবু হেনা দলীয় নেতাকর্মীদের উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের গোয়ালকান্দি বাজারে গনসংযোগ করার সময় স্থানীয় আ’লীগ ও মহিলা লীগের নেতাকর্মীরা বাঁধা দেয়। ওই সময় জাতীয় বিএনপি’র নেতাকর্মীরা আ’লীগ ও মহিলা লীগের নেতাকর্মীদের প্রতিহত করেন এবং গনসংযোগ শেষ করে একই উপজেলার হামিরকুৎসা বাজারে যান। হামিরকুৎসা বাজারে গনসংযোগ করার সময় স্থানীয় আ’লীগ নেতাকর্মীরা বাঁধা দেয়।
আ’লীগ নেতাকর্মীদের বাঁধা অমান্য করে গনসংযোগ করার সময় আ’লীগ নেতাকর্মীরা জাতীয় বিএনপি’র নেতাকর্মীদের উপর হামলা চালায়। ওই সময় বিএনপি নেতাকর্মীরাও পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে আ’লীগের নেতাকর্মীরা পিছু হটে। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ ঘটনারস্থলে যান এবং পরিস্থিতি শান্ত করেন এবং আহতদের উদ্ধারের চেষ্টা করেন।
বিএনপি নেতা ও উপজেলা বিএনপি’র সভাপতি ডিএম জিয়াউর রহমান জিয়া অভিযোগ করেন, তাদের দলের সমর্থিত ধানের শীষের প্রার্থী সাবেক সাংসদ আবু হেনাকে নিয়ে উপজেলার গোয়ালকান্দি বাজারে নির্বাচনী গনসংযোগের সময় আ’লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়।
সেখান থেকে তারা ফিরে একই উপজেলার হামিরকুৎসা বাজারে আসলে সেখানেও তাদের দলের নেতাকর্মীদের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে ৮/১০ জন নেতাকর্মীকে আহত করেন এবং তাদের দলীয় অফিস তারাই ভাংচুর করে। এছাড়াও বেলাল হোসেন নামের বিএনপি’র এক নেতার মাথা ফাটিয়ে দিয়েছে মটরসাইকেল ভাংচুর করেছে। এছাড়াও গত মঙ্গলবার সন্ধ্যায় ডিবি পুলিশের পরিচয়ে উপজেলা বিএনপি’র কার্যালয়ে তালা ঝুলিয়েছে। এই ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে, যে কোন সময় এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকার সাধারন মানুষ।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, সামান্য একটু উত্তেজনা দেখা দিলেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন এবং ওই এলাকা থেকে দুই পক্ষকে সরিয়ে দেয়া হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জন