1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাগমারায় প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

বাগমারায় প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০


বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতি উপজেলা হতে এক হাজার জন দক্ষ কর্মীকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা বাস্তবায়নে নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রচার বিজ্ঞাপন, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি রাজশাহীর উপ-পরিচালক মোহাঃ আব্দুল হান্নান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সহযোগীতায় ও উপজেলা প্রশাসন কর্তৃত আয়োজিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নারী ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, যাত্রাগাছি ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম, ভবানীগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ জিল্লুর রহমান, ভবানীগঞ্জ বিএম কলেজের অধ্যক্ষ জিয়াউল হক, কাঠালবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক, শুভডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, বাগমারা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সরকার, সাবেক সভাপতি আলতাফ হোসেন, সাধারন সম্পাদক রাশেদুল হক ফিরোজ প্রমূখ। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মাহমুদ হাসান, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মমিন, এলজিইডির উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আবব্দুস সোবহান, মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান সম্রাট, প্রাণী সম্পদ কর্মকর্তা আতিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার মন্ডল, মকবুল হোসেন মৃধা, আসলাম আলী আসকান, আব্দুল মতিন, আনোয়ার হোসেনসহ বিভিন্ন দফতরের কর্মকর্মা ও সাংবাদিকবৃন্দ।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team