বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম তুষার (৪)। সে উপজেলার কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের কায়েম আলীর ছেলে।
শিশুর পরিবারের সদস্যরা জানান, আজ বুধবার দুপুর বেলা ১১টার দিকে শিশু তুষার বাড়ির পাশে খেলা করছিল। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয়। একপর্যায়ে বাড়ির পাশের ডোবাতে খোঁজাখুঁজি শুরু করেন লোকজন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সেখান থেকে মৃত অবস্থায় শিশু তুষারকে উদ্ধার করা হয়। শিশুর মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
ওই গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য আবদুল কুদ্দুস বলেন, শিশু তুষার প্রতিবেশি অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে নিয়মিত বরশি দিয়ে মাছ ধরা দেখে। তবে আজ শিশু একাই সেখানে এসে পা ফসকে পানিতে ডুবে মারা যায়।
খবর২৪ঘন্টা/নই