বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় উপজেলা ইসলামিক ফাইন্ডেশনের আয়োজনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-কেয়ারটেকারদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফিল্ড সুপারভাইজার এইচ.এম. মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাহাবুর রহমান, সাধারণ কেয়ারটেকার মোজাহারুল ইসলাম, সাধারণ কেয়ারটেকার গিয়াস উদ্দীন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক মাওঃ আব্দুস সোবহান, মাওঃ হাফিজুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ। উক্ত মাসিক সমন্বয় সভায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ১৫৮ জন শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।