বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারার গনিপুর ইউনিয়নের মোহনগঞ্জ স্বাস্থ্য উপকেন্দ্রে দুই বছর যাবত কোন মেডিকেল অফিসার নেই। দীর্ঘদিন ধরে মেডিকেল অফিসার ছুটিতে রয়েছে বলে জানা গেছে। মোহনগঞ্জ স্বাস্থ্য উপকেন্দ্রে মেডিকেল অফিসার না থাকায় ব্যহত হচ্ছে চিকিৎসা সেবা। এতে করে সাধারণ জনগণ বঞ্চিত হচ্ছে সরকারি চিকিৎসা সেবা থেকে। গতকাল রোববার সরেজমিনে মোহনগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা গেছে সাধারণ রোগীদের পাশাপাশি উক্ত স্বাস্থ্য কেন্দ্রে পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র থাকায় বাধাগ্রস্থ হচ্ছে মা ও শিশু চিকিৎসা। একজন সহকারি চিকিৎসক দিয়ে চলছে মোহনগঞ্জ স্বাস্থ্য উপকেন্দ্র। মেডিকেল অফিসার দীর্ঘদিন ধরে না থাকায় চিকিৎসা সেবা নিতে আসা জনসাধারণ ভোগান্তির শিকার হচ্ছেন। এ
নিয়ে তাদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। মোহনগঞ্জ স্বাস্থ্য উপকেন্দ্রে চিকিৎসা নিতে আসা জনৈকা হালিমা বেগম বলেন, সপ্তাহে ১দিন মাত্র পরিবার পরিকল্পনা সহকারি ১দিন আসেন। এতে করে চরমভাবে ব্যহত হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা। চিকিৎসা নিতে এসে চিকিৎসা ছাড়াই অনেক মা ও শিশুকে ফেরত যেতে হচ্ছে। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (টিএসএ) ডা. মো: আনোয়ারুল কবীর এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাগমারার ৬টি স্বাস্থ্য উপকেন্দ্রেই কোন মেডিকেল অফিসার নেই। যে কারণে রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তবে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব দ্রুতই মেডিকেল অফিসার পাওয়া যাবে।
এস/আর