বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় করোনায় ক্ষতিগ্রস্ত গরীব, দুস্থ, অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। মঙ্গলবার সকাল ৯ টায় শুভডাঙ্গা ইউনিয়নের পানিশাইল উচ্চ বিদ্যালয় মাঠে ৪ নং ওয়ার্ডে করোনায় ক্ষতিগ্রস্ত ১শত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কাজ কর্ম না থাকায় চরম খাদ্য সংকটের মধ্যে পড়ে নি¤œ আয়ের এই সকল মানুষ। করোনা কালীন সময়ে ওই সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো লক্ষ্যে ব্যক্তিগত ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন উপজেলা চেয়ারম্যান। দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে চাল, ডাউল, আলু এবং সাবান বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, সহ-সভাপতি শাহরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সজল, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু, ৪ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি, ইউপি সদস্য আব্দুল করিম সরদার, আ’লীগ নেতা আফসারুজ্জামান, আতিকুর রহমান, সুকমল, ইব্রাহীম হোসেন, ফরিদ উদ্দীন, রিয়াজ উদ্দীন, আইনুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও লোকমান হাকিম প্রমুখ।
খবর২৪ঘন্টা/নই