বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় ১০ নং মাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে করোনা সংকট মোকাবেলায় গরীব, দুস্থ, অসহায় ও ভ্যান চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে ৯নং ওয়ার্ড আ’লীগের দলীয় কার্যালয় শিকদারী বাজারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাসের কারনে বাজারঘাট বন্ধ থাকায় খাদ্য সংকটে পড়েছে নি¤œ আয়ের মানুষ সহ অসহায়, দুঃস্থ ও গরীব লোকজন। তাদের কথা চিন্তা করে করোনা সংকট মোকাবেলায় এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
অন্যান্যের মধ্যে ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ৯নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন প্রমুখ।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।