বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির পক্ষ থেকে গনিপুর ইউনিয়নের ২২৬ জন চা বিক্রেতাদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে খাদ্য সংকট মোকাবেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। করোনা সংকট মোকাবেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে যাদের বাড়িতে খাদ্য সমস্যা রয়েছে তাদের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন কন্ট্রোল রুমের সদস্যরা। উপজেলা জুড়ে খাদ্য সংকটে রয়েছেন এমন ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে দেয়া হচ্ছে চাউল এবং সাবান।
শনিবার দুপুর ১২ টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের কন্ট্রোল রুম থেকে ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদের নিকট খাদ্য সহায়তা হস্তান্তর করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক, সাংসদের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান, কাউন্সিলর হাচেন আলী।
করোনা সংকট সমাধান না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত রাখা হবে বলেও জানান এমপি এনামুল হক। সেই সাথে সরকারের সকল নির্দেশনা সঠিক ভাবে পালনের জন্য সকলের প্রতি আহŸান জানিয়েছেন তিনি।
বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্রাম্যমান চিকিৎসা ব্যবস্থা চালু
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় উপজেলা জুড়ে ভ্রাম্যমান চিকিৎসা সেবা কার্যত্রম পরিচালিত করে চলেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।
শনিবার দুপুরে সালেহা ইমারত কোল্ড স্টোরেজের সামনে ভ্রাম্যমান চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকদের সাথে সাক্ষাত হয় বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের।
এ সময় তিনি চিকিৎসকদের বলেন, কোন মানুষ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। চিকিৎসা পাওয়া প্রতিটি জনগণের মৌলিক অধিকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা মতো সকল মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। চিকিৎসকের অবহেলায় কোন রোগী যেন মারা না যায়।
করোনা ভাইরাসে কারণে লোকসমাগম নেই বললেই চলে। সে কারণে ভ্রামামান চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাসেবা প্রদান করে চলেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্রাম্যমান এই মেডিকেল টীম।
বর্তমানে যে কোন রোগের সমস্যায় মোবাইল ফোনেও সার্বোক্ষণিক চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের মাধ্যমে। ভ্রাম্যমান মেডিকেল টীমের দায়িত্বে ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আব্দুল মোতালেব, আরএমও ডাঃ আমিরুল ইসলাম সহ সহযোগীরা।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ গোলাম রাব্বানী বলেন, করোনা সংকটের শুরু থেকেই আমরা প্রস্তুত আছি। কোন ব্যক্তি যেন বিনা চিকিৎসায় মারা না যায় সে জন্য ভ্রাম্যমান টীমের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। করোনা সংকট সমাধান না হওয়া পর্যন্ত এই ভ্রাম্যমান চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
খবর২৪ঘন্ট/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।