নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারায় এক নারীসহ তিনজনকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে ছয়জন ব্যক্তিকে গ্রেফতার এবং অপহৃত ব্যক্তিদের উদ্ধার করেছে বাগমারা থানা পুলিশ। গত বৃহস্পতিবার ২৩ এপ্রিল ঢাকা ফেরত এক নারী গার্মেন্টস কর্মী(৩০), তার দুলাভাই মো: জোনাব আলী(৪৮) ও এক শিক্ষককে অপহরণ করে মুক্তিপন দাবির সাথে জড়িত অভিযোগে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেবের নেতৃত্বে বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ছয়জন ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছেন বাগমারার ভাগনদী গ্রামের আব্দুস সাত্তার সরদারের ছেলে সাখাওয়াত হোসেন সুফল(৩০), একই গ্রামের আকবর আলীর ছেলে আলমগীর কবির (২৫), চান সরদারের ছেলে সাগর সরদার(২৮), সুজন মোল্লার ছেলে আব্দুল হান্নান মোল্লা(৩০), আব্দুল জলিলের ছেলে পলাশ হোসেন(২০) ও শ্রীপতিপাড়া গ্রামের আজাদুলের ছেলে
তোহা ইসলাম(২০)। উল্লেখ্য, এক নারী গার্মেন্টস কর্মী, তার দুলাভাই ও দুলাভাই এর শিক্ষক বন্ধু গত বৃ্হস্পতিবার রাত অনুমান নয়টার দিকে বাগমারার যোগীপপাড়া ইউনিয়নের ভাগনদী গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় গ্রেফতারকৃত ছয়জন ব্যক্তি নির্জন রাস্তা থেকে ভয়ভীতি দেখিয়ে অপহরণ করে এক আমবাগানে নিয়ে যায় এবং তাদের পরিবারের নিকট পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেবের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে অপহৃতদের উদ্ধার করে ও ঘটনার সাথে জড়িতদের সাথে গ্রেফতার করে বাগমারার যোগীপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ টিম। এ ঘটনায় বাগমারা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।