পাবনা প্রতিনিধি: বাংলাদেশের মধ্যে প্রথম পাবনার ঈশ্বরদীতে চালু করা হলো ‘স্কুল কৃষি কার্যক্রম’। শুক্রবার সকালে পাবনার ঈশ্বরদী পৌর সদরের অরণকোলায় আবুল হাসেমের ‘মওলা কৃষি খামারে’ এই কার্যক্রম উদ্বোধন করা হয়। ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির আয়োজনে দেশে এই প্রথম স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ‘স্কুল কৃষি কার্যক্রম’ উদ্বোধন হলো। এদিন ৮৪টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে স্কুল কৃষি কার্যক্রমের অংশ হিসেবে জাংলায় ছোট জাতের তরমুজ বীজ রোপন উদ্বোধন করা হয়। ব্যতিক্রমী এই উদ্যোগ আগামীতে সারাদেশে ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম, বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি কেন্দ্রিয় কমিটির সভাপতি ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক জাহিদুল ইসলাম গাজর জাহিদ, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক আলহাজ্ব রবিউল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এখলাছুর রহমান ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুজন কুমার রায়, সফল মৎস্য চাষি আবু তালেব জোয়াদ্দার, কৃষি শিক্ষক আফরোজা বানু ও রেজাউল করিম। স্কুল কৃষির আয়োজন করেন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সাধারন সম্পাদক আব্দুল জলিল কিতাব মন্ডল।
বক্তারা বলেন, এদেশের কৃষকেরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার কারণে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে কৃষি পণ্য রপ্তানী করছেন। কৃষি কাজ করে কৃষকের কোন লাভ না হলেও বর্তমানে বিদেশ থেকে কৃষি পণ্য আমদানী করতে হচ্ছেনা।
বক্তারা আরও বলেন, কৃষি কাজ করতে রাসায়নিক সার ও কীটনাষকের প্রয়োজন হয়। দেশি বিদেশি কীটনাষক কোম্পানীগুলো সরকারি নীতিমালা অমান্য করে চড়া মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে আসছেন।
অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, বাংলাদেশে এই প্রথম স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ‘স্কুল কৃষি কার্যক্রমের’ উদ্বোধন হলো। এই শিক্ষার্থীরাই একদিন দেশ পরিচালনা করবে। শিক্ষিত কৃষক হলে দেশ আরও একধাপ এগিয়ে যাবে। এই প্রত্যয় নিয়ে স্কুল কৃষি কার্যক্রম চালু করা হলো।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।