1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাংলাদেশ সীমান্তে বেড়া দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

বাংলাদেশ সীমান্তে বেড়া দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: বাংলাদেশ সীমান্তে বেড়া দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার। বেড়া নির্মাণসহ রাখাইন সীমান্তে অন্যান্য প্রকল্প বাস্তবায়নের জন্য দেশটির পার্লামেন্ট প্রায় ১ কোটি ৫০ লাখ ডলার অনুমোদন করেছে।
গত আগস্টে শুরু হওয়া ভয়াবহ সেনা অভিযান শুরুর পর এই রাজ্য থেকে প্রায় ৭ লাখ নির্যাতিত রোহিঙ্গা সংখ্যালঘু বাংলাদেশে প্রবেশ করেছে।

রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসার পর এবার সীমান্তে বেড়া নির্মাণের পদক্ষেপ নিল মিয়ানমার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। দেশটির আইনপ্রণেতা মো জ অং শুক্রবার বলেন, পার্লামেন্টে এই অর্থ বরাদ্দের প্রস্তাব করেছে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও সীমান্ত বিষয়ক মন্ত্রণালয়।

এ তিনটি মন্ত্রণালয়ই দেশটির সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে। মিয়ানমারের উপ স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল অং সো বৃহস্পতিবার পার্লামেন্টে বক্তব্য দেন। এ দিনই বাজেট প্রস্তাব অনুমোদিত হয়। জেনারেল অং সো বলেন, ২৯৩ কিলোমিটার দীর্ঘ সীমান্তের ২০২ কিলোমিটারজুড়ে বেড়া দেয়া সম্পন্ন হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST