ভারতকে ৩-০ গোলে হারিয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপের সেরা দল হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
বাংলাদেশ নারী ফুটবল দলের এ সাফল্যে বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এক অভিনন্দন বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ভারতকে ৩-০ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের এই ঐতিহাসিক জয়ে সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আগামী ম্যাচগুলোতেও জয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।
বিএ/