নিজস্ব প্রতিবেদক :
বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আরএমপির অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম, ডিসি সদর তানভীর হায়দার চৌধুরী, ডিসি বোয়ালিয়া আমির জাফর, এডিসি সিটিএসবি ও নগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলমসহ অন্যান্য অফিসারবৃন্দ। বাংলা নববর্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্থিতিশীল
থাকে এবং কোন ধরণের অপ্রীতিকার ঘটনা না ঘটে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ কমিশনার বলেন বাংলা নববর্ষ নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে আরএমপি’র সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। বাংলা নববর্ষে আরএমপি’র নবগঠিত ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি), কুইক রেসপন্সটিম (কিউআরটি) ও ডিবি টিম নিয়োজিত থাকবে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হচ্ছে। ট্রাফিক ও চেকিং ব্যবস্থাপনা আরো জোরদার করা হবে। অনুষ্ঠান স্থলগুলোতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স নিয়োজিত থাকবে। নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোন ধরণের কার্যকলাপ করা যাবে না।
খবর ২৪ ঘণ্টা/আর