বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ১২ জুলাই ২০১৮ইং তারিখ সকাল ১১টায় ভাইস চ্যান্সেলরের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রকৌশলী এস এম এস্কান্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।
এসময় নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম (হিরা) ও সাধারণ সম্পাদক ওয়ালিদ মিয়া নির্বাচিত করায় সকল কর্মকর্তাকে অভিনন্দন জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করেন।
পরে অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিতসহ সকল কর্মকর্তা টুঙ্গীপাড়ায় জাতির পিতার মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
উল্লেখ্য গত ৪ জুলাই ২০১৮ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।