1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বলিউডে খান-রাজত্ব পতনের পথে! রণবীর যা করলেন - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ২৪ জানয়ারী ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

বলিউডে খান-রাজত্ব পতনের পথে! রণবীর যা করলেন

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৮ ফেব্ুয়ারী, ২০১৮

খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: বলিউডে আজ পর্যন্ত যা কেউ করতে পারেননি, তাই করে দেখালেন রণবীর সিংহ। টিনসেল টাউনের তিন মাথা— শাহরুখ, সলমন, আমির খানও এই দৌড়ে রণবীরকে কোনও দিনই হারাতে পারবেন না।

২০১০-এ ‘ব্যান্ড বাজা বারাত’-এ বিট্টু শর্মার চরিত্রেই নজর কেড়েছিলেন রণবীর। তখন যাঁরা বলিউড দখল করে রেখেছিলেন, তাঁরা প্রমাদ গুণেছিলেন— এই ছেলেই খান আর কুমারদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন। সেই মতোই থেমে থাকেননি রণবীর। কোনও গডফাদার ছাড়াই নিজের পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি।

যাঁরা ‘পদ্মাবৎ’ দেখেছেন, তাঁরা সঞ্জয় লীলা ভংশালীর দুর্দান্ত সেট ডিজাইনের সঙ্গে, আর একটি জিনিসের সবথেকে বেশি প্রশংসা করেছেন। আর তা হল আলাউদ্দিন খলজির চরিত্রে রণবীরের অভিনয়। ছবিটি ইতিমধ্যেই ২০০ কোটির উপরে ব্যবসা করেছে। এখানেই নিজের সেরাটা দেখিয়ে খান আর কুমারদের হারিয়ে দিয়েছেন রণবীর।

রণবীরের বয়স এখন ৩২। ছবিতে রণবীর ছাড়াও রয়েছেন শাহিদ কপূর, তাঁর বয়স ৩৬। রেকর্ড ঘেঁটে দেখা গিয়েছে, রণবীরের মতো কম বয়সে ২০০ কোটির ক্লাবে নাম লেখাতে পারেননি অন্য কেউই। সব থেকে কম বয়সে এই রেকর্ড গড়লেন রণবীরই।

একবার দেখে নেওয়া যাক, এখনও পর্যন্ত কোন কোন ছবি ২০০ কোটির ক্লাবে জায়গা করতে পেরেছে।

• থ্রি ইডিয়টস (২০০৯)- আমির খানের সেই সময়ে বয়স ৪৪।

• চেন্নাই এক্সপ্রেস (২০১৩)— শাহরুখের বয়স সেই সময়ে ৪৭।

• গোলমাল এগেন (২০১৭)— গত বছর মু্ক্তি পেয়েছে এই ছবি। সেই সময়ে অজয় দেবগণের বয়য় ৪৮।

বলিউডে নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে কেউ যদি রণবীরের এই রেকর্ড ভাঙতে পারেন, তিনি হলেন বরুণ ধবন। কারণ ২০১৭-য় মুক্তিপ্রাপ্ত ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ ছবি যা ব্যবসা করেছিল, তা ২০০ কোটি ছুঁতে কিছুই বাকি রেখেছিল। বরুণের এখন বয়স ৩০। অর্থাৎ ২ বছরের মধ্যেই এই রেকর্ড ভাঙতে হবে বরুণকে।

প্রসঙ্গত, টাকার মূল্য বাড়তে থাকলে ভবিষ্যতে কেউ না কেউ রণবীরের রেকর্ডও ভাঙতে পারবেন। তবে তার জন্য কয়েক দশক অপেক্ষা করতে হতে পারে।

খবর ২৪ ঘণ্টা.কম/ জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST