শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৬(সদর) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন, জাতীকে এগিয়ে নিতে মান সম্মত শিক্ষার প্রয়োজন। শুধুমাত্র শিক্ষার হার বাড়িয়ে জাতীর কোন উপকার হবেনা। বর্তমান শিক্ষা ব্যবস্থায় শুধু শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। তাই এ বিষয়ে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি গতকাল ১২ মার্চ বৃহস্পতিবার বগুড়ার শেরপুরে ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম মাহবুব সরকার প্যারিসের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য গোলাম রহমান শহিদ, সমাজ সেবক শাহ মো. সেলিম, শাহ মো. মাহমুদুর রহমান জনি, বিশিস্ট শিল্পপতি মো. শাহাদৎ হোসেন কিরণ, সমাজ সেবা অধিদপ্তরের রাজশাহী বিভাগের সাবেক অতিরিক্ত পরিচালক মো. শহিদুল ইসলাম খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজ বুলবুল,সহকারী প্রধান শিক্ষক খান মো. জাহাঙ্গীর মুজিব, শিক্ষক আব্দুস সালাম সরকার, মোছা. আমিনা খাতুন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মোনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ডিসপ্লে পরিবেশন করেন।
খবর২৪ঘন্টা/নই