খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট উপ-স্বাস্থ্যকেন্দ্রের এক নারী চিকিৎসক (২৬) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে রিপোর্ট নিয়ে সন্দেহ থাকায় পুনরায় পরীক্ষার জন্য ওই চিকিৎসকের নমুনা জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআরে) পাঠানো হবে।
সোমবার রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন। তিনি বলেন, কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন ওই নারী চিকিৎসক। করোনা ভাইরাসের উপসর্গ দেখে ১২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়।
সেখানে নমুনা পরীক্ষার পর সোমবার সন্ধ্যায় জানানো হয় ওই চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এই রিপোর্ট নিয়ে চিকিৎসকদের সন্দেহ হওয়ায় পুনরায় পরীক্ষার জন্য ওই চিকিৎসকের নমুনা ঢাকার আইইডিসিআরে পাঠানো হবে বলে জানান সিভিল সার্জন।
কেন করোনা রিপোর্ট নিয়ে সন্দেহ তৈরি হলো- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডা. মনোয়ার হোসেন বলেন, ‘নমুনা পরীক্ষায় টেকনিক্যাল কিছু সমস্যা থাকতে পারে। তা ছাড়া তিনি একজন চিকিৎসক। সেজন্য বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য আমরা আইইডিসিআরে তার নমুনা পাঠাব।’
জানা গেছে, কয়েক মাস আগে উপজেলার পয়সার হাট উপ-স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক হিসেবে যোগ দেন ওই নারী। গত দুই মাসে তিনি বরিশালের বাইরে যাননি। তার স্বামীও একজন চিকিৎসক। তারা গৌরনদী উপজেলায় একটি বাসায় ভাড়া থেকে প্রতিদিন আগৈলঝাড়া উপজেলায় এসে রোগীদের চিকিৎসাসেবা দেন।
করোনায় আক্রান্তের ব্যাপারে ওই নারী চিকিৎসক বলেন, ‘আমি কীভাবে করোনায় আক্রান্ত হলাম? আমার ধারণা কোনো রোগীর সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছি।’
এ ব্যাপারে আগৌলঝাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বখতিয়ার আল মামুন বলেন, ওই চিকিৎসক দম্পতিকে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গত কয়েকদিনে তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদেরও হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
ওই নারী চিকিৎসকসহ সোমবার বরিশালে আরেকজন নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
খবর২৪ঘন্টা/নই