গত ২৪ ঘণ্টায় বন্যায় সারাদেশে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৭ জন সিলেট বিভাগে এবং একজন রংপুর বিভাগে।
বৃহস্পতিবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বন্যাবিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল পর্যন্ত মোট ৪২ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে বন্যায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬৮ জনে।সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেটে।সেখানে ৪৬ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে সিলেট জেলায় ১৬ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে ৩ জন।
এ ছাড়া ২৩ জুন পর্যন্ত ময়মনসিংহ বিভাগে মৃত্যু হয়েছে ১৮ জন এবং রংপুর বিভাগে চারজন।
বন্যার কারণে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৯৫ জন এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৮ জন।
বিএ/