গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুরে করোনা পরিস্থিতিতে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিভিন্ন মার্কেটে জনসমাগম বৃদ্ধি পাওয়ায় বন্ধের একদিন পরই খুলে দেয়া হয়েছে। শনিবার সকাল থেকে রহনপুর স্টেশন ও পুরাতন বাজারের দোকানপাট খোলা দেখা যায়। গত বৃহস্পতিবার স্থানীয় পুলিশ প্রশাসন কর্তৃক দোকানপাট গুলো বন্ধের একদিন পরই খুলে দেয়ায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে।
সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে দোকান গুলোতে করোনা সচেতনতার কোন লক্ষণ নেই। জনসমাগম এড়াতে বন্ধের এক দিন পরই দোকানপাট খোলা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করতে রহনপুর ষ্টেশন বাজার বহুমূখী কল্যাণ সমিতির সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা উত্তোলন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই ব্যবসায়ী নেতার সাথে যোগাযোগ করা হলে তিনি তা অস্বীকার করেন। দোকানপাট খোলা প্রসঙ্গে অপর ব্যবসায়ী নেতা ও রহনপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি সৈয়দ ফারুক হোসেন জানান, ব্যবসায়ীদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলতে বলা হয়েছে। তারা তা অমান্য করলে আমরা নিজেই দোকানপাট বন্ধ করে দিবো।
এ প্রসঙ্গে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, উপজেলা প্রশাসন জনসমাগম এড়াতে কোন ব্যবস্থা না নেওয়ায় গোমস্তাপুর থানা পুলিশ নিজ উদ্যোগে মার্কেটগুলো বন্ধ করে দেয়। স্বাস্থ্যবিধি মেনে মার্কেটগুলোতে কেনাকাটা হলে তাদের কোন আপত্তি নেই। তবে স্বাস্থ্যবিধি অমান্য হলে উপজেলা প্রশাসন পুলিশের সহায়তা চাইলে তা দিতে আমরা সব সময় প্রস্তুত। উল্লেখ্য মার্কেট গুলোতে জনসমাগম বৃদ্ধি সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে স্থানীয় পুলিশ প্রশাসন গত বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ ঘোষনা করে।
খবর২৪ঘন্টা/নই