নাটোরের বড়াইগ্রামে বিলের খালের ধার থেকে লিয়াকত (৩০)সরকার নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ মে) সকাল আটটার দিকে মনপিড়িত স্লুইটগেট সংলগ্ন খালে থেকে তার লাশ উদ্ধার করা হয়।লিয়াকত উপজেলার দৌগাছি গ্রামের চয়নের ছেলে।
স্বজনরা জানান,গত রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল লিয়াকত।সকালে উপজেলার মনপিড়িত বিলের স্লুইটগেট খালের ধারে লিয়াকতের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিএ/