1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বছরের শুরুতেই রাজশাহীতে শিলাবৃষ্টি - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১ জানয়ারী ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

বছরের শুরুতেই রাজশাহীতে শিলাবৃষ্টি

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মারচ, ২০২১
রাজশাহী ম্যাপ

বছরের শুরতে রাজশাহীতে শিলাবৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে নগরীতে গুড়িগুড়ি বৃষ্টি হলেও বিকেলে রাজশাহীর বিভিন্ন উপজেলা ও পাশবর্তি জেলায় ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি হয়েছে। বিশেষ করে রাজশাহীর পবা, মোহনপুর দুর্গাপুর মোহনপুর উপজেলায় মিলাবৃষ্টি হয়েছে। শিলা বৃষ্টির কারণে ক্ষতি হয়েছে চৈতালি ফসল ও ফলের। তবে শিলাবৃষ্টিতে আমের মুকুলের বেশি ক্ষতি হবে বলেও মনে করছেন আম চাষিরা।
গতকাল সকাল থেকেই রাজশাহীর আকাশে মেঘের ঘনঘটা। দুপুরের পর থেকে

কোথাও কোথাও ঝরেছে গুড়ি গুড়ি বৃষ্টিও। শনিবার দুপুর এক টার দিকে মেঘের গর্জন শোনা যায়। এছাড়া হালকা বৃষ্টিও ঝরেছে। রাজশাহী আবওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, পুরোপুরি শীত কেটে গেছে। আস্তে আস্তে কালবৈশালীর সময় আসছে। তাছাড়া রাজশাহী, রংপুর ও খুলনা ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে শিলা বৃষ্টিও হতে পারে। তিনি বলেন- দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে আকাশে এক প্রকারের মেঘ যুক্ত বরফ জমেছে। এগুলো বৃষ্টির সাথে শিলা হয়ে মাটিতে পারতে পারে।

এদিকে, আবহাওয়া অফিস থেকে দেশের পাঁচ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার পূর্ভাবাস দেয়ার পর রাজশাহীতে দুপুরে গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বজ্রপাতের শঙ্কায় রয়েছে। শনিবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST