1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৮ - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন

বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৮

  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

খবর২৪ঘণ্টা নিউজ ডেস্ক: অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় একটি মামলা হয়েছে।

বুধবার টেকনাফ থানায় মামলাটি করেন কোস্টগার্ড কর্মকর্তা এসএম ইসলাম। টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়ার বাসিন্দা সৈয়দ আলমকে প্রধান আসামি করে ১৯ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।

এই মামলায় মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত আটক আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সেন্টমার্টিনের কাছে ডুবন্ত কোরালে ধাক্কা খেয়ে ট্রলারডুবির ঘটনার মঙ্গলবার জীবিত উদ্ধার ৭২ জনকে টেকনাফ থানা হেফাজতে রাখা হয়েছে। বুধবার সকালে সাগর থেকে উদ্ধার আরও একজনকে সেন্টমার্টিনেই রাখা হয়েছে। এ নিয়ে মোট ৭৩ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। তাদের পরবর্তীতে কোথায় রাখা হবে সে নির্দেশনা দেবেন আদালত। পুলিশ আদালতের নির্দেশনার অপেক্ষায় আছে।

পুলিশ আরও জানায়, মানবপাচারের জন্য মালয়েশিয়াগামী ট্রলারটির পরিচালনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটট আটজনের মধ্যে রোহিঙ্গা ও স্থানীয় নাগরিক উভয়েই রয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ১৩৮ জন নিয়ে একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করা হয় ১৫ জনের। বাকিদের এখনো খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team