নিজস প্রতিবেদক : বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে রাজশাহী সেনানিবাসে অবস্থিত স্বাধীন বাংলাদেশে স্থাপিত পদাতিক বাহিনীর দ্বিতীয় রেজিমেন্ট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় সেনানিবাসের শহীদ কর্নেল জাহিদ গেইটের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্ণালী মোড়, সিটি কর্পোরেশন মােড় হয়ে উপশহর মােড় প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি সেনানিবাসে ফিরে যায়।
শোভাযাত্রায় বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে কর্মরত কমান্ড্যান্ট বিএ-২৮৯২ ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ , এসইউপি , এনডিসি, পিএসসি, সকল উর্ধ্বতন সামরিক অফিসার, অন্যান্য সামরিক অফিসার জেসিও, অন্যান্য পদবীর সেনাসদস্য, অসামরিক কর্মকর্তা, কর্মচারি এবং রাজশাহী স্টেশন ইউনিটের অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।
এমকে