বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে দুই পক্ষের সংর্ঘষের সময় আবু বক্কর সিদ্দিক (২৭) নামে স্বেচ্ছাসেবক লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
আজ শনিবার দুপুরে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের মাথইলচাপড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষ ঘটে।
নিহত সিদ্দিক মাথইলচাপড় গ্রামের ইউছুফ আলীর ছেলে এবং স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের কর্মী। গুরুতর আহত একই গ্রামের রুহুল আমীনের ছেলে মনিরুজ্জামান মনিরের (৩৫) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
স্থানীয় বাসিন্দারা জানায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুর ১টার দিকে প্রতিপক্ষের লোকজন অপর পক্ষের ওপর হামলা করে কুপিয়ে তিনজনকে আহত করে।
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সিদ্দিক মারা যান।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ঘটনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।