বগুড়া প্রতিনিধি: দেশে বিষাক্ত মদপানের কারণে কদিন ধরে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু বগুড়াতেই মৃত্যু হলো ১১ জনের। আজ নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই ৪ জনের মৃত্যু হয়।
মৃতরা হলেন- বগুড়া শহরের পুরান বগুড়া ঋষি পল্লীর প্রেমনাথ রবিদাস (৬০), শহরতলীর ফাঁপোড়ের রিকশা চালক জুলফিকার (৫২) ও নিশিন্দারা ধমকপাড়ার আলমগীর (৪০)। তবে আরেকজনের নাম জানা যায়নি।
এর আগে সোমবার (১ ফেব্রুয়ারি) ৭ জনের মৃত্যু হয় সেখানে। তারা হলেন- রাজমিস্ত্রী রমজান আলী, সুমন, চা বিক্রেতা সাজু, বাবুর্চি মোজাহার আলী, পলাশ, আলমগীর ও অটোচালক আব্দুল কালাম।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি রাতে পুরান বগুড়া, ভবের বাজার, কাহালু, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় আলাদা ঘটনায় তাদের মৃত্যু হয়।
জেএন