জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি বাসের চাপায় কলেজছাত্র জুয়েল মিয়া (২৩) নিহত হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বগুড়ার শাজাহানপুর থানা অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানান, নিহত জুয়েল মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার মাঝিড়াবন্দরের টিকাদারপাড়ার হেলাল উদ্দিনের পুত্র। বাসটি আটক করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ