বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দিঘলকান্দিতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দিদার হোসেন (৩২) নামের এক ট্রাকের চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ওসি আবুল বাসার। নিহত দিদার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাজিদপুরছাত্রা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
ওসি আবুল বাসার জানান, পঞ্চগড় থেকে দুটি পাথর বোঝাই ট্রাক বগুড়ায় যাচ্ছিল। পথে বগুড়া সদরের দিঘলকান্দি এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক সামনের ট্রাককে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকটি সড়কের বাম পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই ট্রাকের চালক দিদার হোসেন নিহত হন। এ ঘটনায় পেছনের ট্রাকে থাকা দুইজন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুটি ট্রাকই জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।
খবর২৪ঘণ্টা.কম/রখ