বগুড়া প্রতিনিধি: বগুড়ায় চিকিৎসকসহ নতুন করে আরো পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাব থেকে শুক্রবার ১৮৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল জানানো হয়। সবগুলোই বগুড়ার। এর মধ্যে পাঁচজনের ফলাফলে করোনা পজিটিভ এসেছে।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুস্তাফিজুর রহমান তুহিন আরো বলেন, নতুন পাঁচজন আক্রান্তদের মধ্যে চারজন সম্প্রতি ঢাকা থেকে বগুড়ায় ফিরেছেন। তাদের মধ্যে একজন ২৭ বছর বয়সী চিকিৎসক রয়েছেন। যিনি শহরের নারুলী এলাকায় বসবাস করেন। তিনি গত ৫ মে ঢাকা থেকে বগুড়ায় আসেন এবং ওই দিনই তিনি নমুনা দেন। একই দিন শহরের কৈগাড়ী এলাকার ৩০ বছর বয়সী এ নারীর নমুনা নেয়া হয়। তার ফলাফলেও করোনা পজিটিভ এসেছে। ঢাকাফেরত অন্য দুজনের একজন ৩৯ বছর বয়সী পুলিশের এএসআই। তার বাড়ি শহরের কলোনি এলাকায়। তিনি গত ৩ মে ঢাকা থেকে ফেরেন এবং ৭ মে তার নমুনা দেন। অপর ব্যক্তি ইজিবাইকচালক। তার বয়স ৩৬ বছর। গত ১০ দিন আগে তিনি ঢাকা থেকে ফেরেন। তার নমুনা ৫ তারিখে সংগ্রহ করা হয়। এছাড়া বগুড়া সদরের উত্তর চেলোপাড়া এলাকার একটি স’মিলের কর্মচারীর নমুনা থেকে করোনা পজিটিভ এসেছে। তার নমুনা গত ৭ মে সংগ্রহ করা হয়েছিল। এই ব্যক্তির এর মাঝে ঢাকা বা বগুড়ার বাইরে কোথাও যাওয়ার কোন ইতিহাস নেই।
শুক্রবার নতুন করে পাঁচজন করোনায় আক্রান্ত হওয়ার বগুড়ায় এখন পর্যন্ত বগুড়ায় করোনা রোগীর সংখ্যা ৩৪ জনে দাঁড়ালো। তবে এখন পর্যন্ত বগুড়ায় করোনায় আক্রান্ত ছয়জন রোগী সুস্থ হয়ে বাড়ি গেছেন। ফলে বর্তমানে বগুড়ায় করোনা রোগীর সংখ্যা ২৮ জন।
খবর২৪ঘন্টা/নই