বগুড়া প্রতিনিধি: বগুড়ায় করোনায় নতুন করে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। এনিয়ে বগুড়ায় মোট মারা গেলেন ১৭০ জন এবং আক্রান্ত হলেন ৭ হাজার ১২৯ জন।
শনিবার বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় এক নারী ও পুরুষের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জেলার নন্দীগ্রামের দোহারের সুরেশ (৫২) এবং টিএমএসএস হাসপাতালে জেলা সদরের ফুলবাড়ি মধ্যপাড়ার নাজমা লায়লা হাসান (৬৫) মারা যান একইদিনে।
তিনি আরো জানান, নমুনা পরীক্ষায় শজিমেকের ১৮৮টির মধ্যে ২৮জন পজিটিভ এবং টিএমএসএস এ ১০ নমুনা পরীক্ষার ফলাফলে ৬জন পজিটিভ হয়। জেলায় এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৮২ জন।
খবর২৪ঘন্টা/নই