বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে মুকুল হোসেন (২৭) নামে এক ট্রাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে শাজাহানপুর উপজেলার আড়িয়া কাঁটাবাড়িয়া উত্তরপাড়া পশ্চিম চড়ার ভূট্টা ক্ষেতের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। মুকুল হোসেন উপজেলার কাঁটাবাড়িয়া দক্ষিণ পাড়া গ্রামের আনিছুর রহমান ওরফে লাবু আলী প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানান, কয়েকজন ব্যক্তি জমিতে ঘাস কাটতে গিয়ে ভূট্টা ক্ষেতের পাশের আইলে লাশ দেখতে পায়। পরে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
বগুড়ার শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, সোমবার দুপুরে স্থানীয়দের দেয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মুকুলের স্বজনেরা জানান, মুকুল ট্রাকের হেলপারের কাজ করতো। রোববার তার বোন জামাইয়ের বাড়িতে ধান কাটার কাজ করে বিকেলে বাড়ি ফেরে। সন্ধ্যার দিকে ট্রাকে কাজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি।
খবর২৪ঘণ্টা.কম/নজ