শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ড্রেনে পড়েছিল মৃত অবস্থায় এক নবজাতক। সংবাদ পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে শেরপুর পৌরশহরের পানি নিষ্কাশন নালা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল শুক্রবার রাতের কোনো সময়ে কাপড়ের ব্যাগের মধ্যে করে ওই নবজাতকের লাশ সড়কের পাশে ফেলে যাওয়া হয়। মৃত ছেলে নবজাতকটি লাল রঙের ব্যাগের ভেতরে ছিল।
শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) হারুন-অর-রশিদ বলেন, মৃত এই নবজাতকের পরিচয় জানা যায়নি। পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
খবর২৪ঘণ্টা, জেএন