শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে হঠাৎই ঝাঁজ বেড়েছে পিয়াঁজের। সপ্তাহের ব্যবধানে তা প্রায় দ্বিগুন দামে বিক্রি হচ্ছে।
রবিবার শেরপুর শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে প্রতি কেজি পিয়াঁজ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা জানান, কয়েকদিন পুর্বেই পিয়াঁজ কিনেছি প্রতি কেজি ২০-২৫ টাকা দামে। এখন হঠাৎ হয়েছে ৫০ টাকা কেজি।
শেরপুর শহরের রেজিষ্ট্রি অফিস সকাল বাজার এলাকার খুচরা ব্যবসায়ী মো. জুম্মন আলী জানান, বাজারে সরবরাহ কম থাকায় পেয়াঁজের দাম বাড়ছে। গত সপ্তাহে যে পিয়াঁজ ২৫ টাকা কেজি বিক্রি করেছে এখন তা ৫০ টাকা বিক্রি করছি।
খবর২৪ঘণ্টা, জেএন